বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ১৩ নভেম্বর ২০২২ সিডনির একটি রেস্তোরাঁয় অস্টেলিয়া বিএনপির
আয়োজনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নিউ
সাউড ওয়েস, ক্যান্টাবরি এমপি সোফি কর্টিস। প্রধান বক্তা ছিলেন অস্ট্রেলিয়া বিএনপির নেতা
হাবীব মোহাম্মদ জকি, বিশেষ অতিথি ছিলেন সিডনি বিএনপি নেতা আরমান ভূঁইয়া।
বিএনপি নেতা নিগার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন মোহাম্মদ মোমেন মোল্যা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপি নেতা ডা. ওহাব। এছাড়া অসংখ্য বিএনপির নেতাকর্মী উপস্থিত ছিলেন।
বক্তারা অস্ট্রেলিয়ার এমপি সোফি কটিসকে আমাদের দেশের বতর্মান অবৈধ সরকারের দুর্নীতি,
ভোট চুরি, গুম- খুন, জুলুম বিষয়ে অবহিত করেন।
এমপি সোফি কটিস্ বাংলাদেশ বর্তমান রাজনীতি ও খালেদা জিয়ার মুক্তি নিয়ে কথা বলেন এবং
অস্টেলিয়ার পালামেন্টে বাংলাদেশ বর্তমান পরিস্থিতি আলোচনা করবেন বলে কথা দেন।
পরিশেষে রাতের খাবারের আয়োজনে অনুষ্ঠানের সমাপ্তি হয়।