বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদল অস্ট্রেলিয়ার উদ্যোগে সিডনিতে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদী যুবদল অস্ট্রেলিয়ার সভাপতি মো. খাইরুল কবির পিন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি অস্ট্রেলিয়ার নেতা মো. মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফ, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিএনপি অস্ট্রেলিয়ার নেতা মো. কুদরত উল্লাহ লিটন, বিএনপি নেতা ও স্বেচ্ছাসেবক দল সভাপতি এএনএম মাসুম, বিএনপি নেতা আব্দুস সামাদ শিবলু, বিএনপি নেতা মৌহাইমেন খান চৌধুরী মিশু, বিএনপি নেতা আব্দুল্লাহ আল মামুন,যুবদলের সাংগঠনিক সম্পাদক নূর মোহাম্মদ মাসুম, কামরুজ্জামান আজাদ, তৌহিদুল ইসলাম পলাশ । অনুষ্ঠান পরিচালনা করেন যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকির হোসেন রাজু।