মাল্টিকালচারাল ইয়ুথ ওয়েলফেয়ার ইনকর্পরেটেড’ (MYW) গত ২২শে অক্টোবর ২০২২ শনিবার ক্যাম্পসি ওরিয়ন ফাংশন সেন্টারে ফান্ড রেইজিং ডিনারের আয়োজন করে। ক্যাম্পসি এবং এর আশে পাশের এলাকা গুলোর মুসলমানদের ইসলামিক এবং সামাজিক কালচার কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সম্প্রতি ক্যাম্পসিতে একটি প্রপার্টি খরিদ করা হয়। উক্ত প্রপার্টির সেটেলম্যান্ট সম্পন্ন করার জন্য ফান্ডের প্রয়োজনে আয়োজকবৃন্দ একটি সফল ফান্ড রেইজিংএর আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ
মাল্টিকালচারাল ইয়ুথ ওয়েলফেয়ার ইনকর্পরেটেড’ (MYW) গত ২২শে অক্টোবর ২০২২ শনিবার ক্যাম্পসি ওরিয়ন ফাংশন সেন্টারে ফান্ড রেইজিং ডিনারের আয়োজন করে।
ক্যাম্পসি এবং এর আশে পাশের এলাকা গুলোর মুসলমানদের ইসলামিক এবং সামাজিক কালচার কার্যক্রম পরিচালনার উদ্দেশ্যে সম্প্রতি ক্যাম্পসিতে একটি প্রপার্টি খরিদ করা হয়। উক্ত প্রপার্টির সেটেলম্যান্ট সম্পন্ন করার জন্য ফান্ডের প্রয়োজনে আয়োজকবৃন্দ একটি সফল ফান্ড রেইজিংএর আয়োজন করেন।
উক্ত অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গসহ সিডনির বিভিন্ন এলাকা থেকে নারী-পুরুষসহ প্রায় চারশ অতিথির সমাগম হয়েছিল। হাফেজ উর্ভ হাকিমের সুরেলা কন্ঠে পবিত্র কোরান তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। প্রধান অতিথি শেখ সাদি আল সুলাইমান ইসলামিক প্রেক্ষাপটে এরকম একটি বিষয়ে মুক্তহস্তে দান করা সৃষ্টিকর্তার নিকট কত ফজিলত তার গুরুত্ব তুলে ধরেন। তিনি দৃঢ়তার সাথে ক্যাম্পসিতে ইসলামিক সেন্টার ইনশাআল্লাহ হবে বলে উল্লেখ করেন। তিনি আরো বলেন, এটা আমাদের সিদ্ধান্ত আমরা এই মহৎ কাজে শরিক হব কি না।
ব্রিসবেন থেকে আগত বিশেষ অতিথি সেখ আকরাম বকস তার মনোমুগ্ধকর ইসলামিক মটিভেশন্যাল বক্তব্যের মাধ্যমে উপস্থিত মেহমানদের বিমোহিত করেন। তার বক্তব্যের পরপরই উপস্থিত সবাই মুক্তহস্তে দান করার জন্য এগিয়ে আসেন। পরবর্তিতে অকশনের মাধ্যমে বিভিন্ন ধরনের ব্যবহারিক ও ইসলামিক জিনিষপত্র বিক্রি করেও ফান্ড রেইজ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে আনুমানিক প্রায় দুই লাখ ডলারের মত ফান্ড রেইজ করা হয়। অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন ব্রিজবেন থেকে আগত অতিথি সাইম খলিল। সংগঠনের সভাপতি সাইয়াজ হোসেন উক্ত সংগঠনের গুরুত্ব এবং এর ভবিষ্যত সকলের কাছে তুলে ধরেন।
বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়া (BSCA) এ ধরনের মহতি উদ্যোগের সাথে একাত্মতা ঘোষণা করে দুটি টেবিল (২০ জন) নেয়। উক্ত দুটি টেবিল থেকে পঞ্চাশ হাজার ডলার অনুদান উঠেছে। বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার একজন নব্য সদস্য সর্ব প্রথম বিশ হাজার ডলার অনুদান দেন একই রাতে। তারপর ৬ ও ৯ নাম্বার টেবিল থেকেই বাংলাদেশী সিনিয়র সিটিজেন অব অস্ট্রেলিয়ার সদস্য ও মেহমানরা একে একে সকলেই তাদের হাত প্রসারিত করেন এবং অন্যদেরকে অনুপ্রাণিত করেন। বাংলাদেশী সিনিয়র সিটিজেন একমাত্র সংগঠন যারা অস্ট্রেলিয়াতে আমাদের কমিউনিটিতে জনহিতকর কর্মকান্ডে সকলের শীর্ষে।
এখানে উল্লেখ্য যে, ২০১৮ সালে এই ক্যাম্পসি মাল্টিকালচারাল ইয়ুথ ওয়েলফেয়ার সোসাইটি নামক সংগঠনটি আত্মপ্রকাশ করলেও কোরোনা মহামারির কারণে এর কার্যক্রম এতদিন প্রায় স্থবির ছিল। উক্ত সংগঠনের সুরা কমিটির সভাপতি সাইয়াজ হোসেন এবং বাকী সদস্যবৃন্ধ ড. হাবিবুর রহমান, ড. হুমায়ের চৌধুরী রানা, মাসুদুর রহমান, রাজ্জাকুল হায়দার, নাবিল সাবউনি, আব্দুল্লা মামুন (প্রকৌশলী) উক্ত অনুষ্ঠানের সফলতায় সন্তুষ্ট প্রকাশ করেন এবং মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করেন। এছাড়াও নাম প্রকাশে অনিচ্ছুক অনেকে এ প্রজেক্টের সাথে অক্লান্ত পরিশ্রম করেছেন বলে জানা গেছে।
উক্ত মাল্টিকালচারাল ইয়ুথ ওয়েলফেয়ার ইনকর্পরেটেড (MYW) বা ক্যাম্পসি মসজিদে মুক্ত হস্তে দান করুন।
ক্যাম্পসি মাল্টিকালচারাল ইয়ুথ ওয়েলফেয়ার ইনক
Commonwealth Bank
BSB: 062133
A/C: 11590051
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *