গত ২৩শে ডিসেম্বর ২০২২ রোজ শুক্রবার আসরের নামাজের পর থেকে মসজিদ আল নূরে (সাউথ গ্রানভিল) সিডনিতে এক বিশাল ইজতিমা সম্পন্ন হয়। ২৬ ডিসেম্বর ২০২২ রোজ সোমবার ফজরের বাদ বয়ানের পর দশ দিন,চিল্লা, চার মাসের ৩০টি জামাত বের হয় বিশ্বের বিভিন্ন দেশকে টার্গেট করে। আল্লাহর রাস্তায় যে ৩০টি জামাত বের হয়েছে, তারা মুসাহাফা করেন বাংলাদেশ থেকে
গত ২৩শে ডিসেম্বর ২০২২ রোজ শুক্রবার আসরের নামাজের পর থেকে মসজিদ আল নূরে (সাউথ গ্রানভিল) সিডনিতে এক বিশাল ইজতিমা সম্পন্ন হয়।
২৬ ডিসেম্বর ২০২২ রোজ সোমবার ফজরের বাদ বয়ানের পর দশ দিন,চিল্লা, চার মাসের ৩০টি জামাত বের হয় বিশ্বের বিভিন্ন দেশকে টার্গেট করে। আল্লাহর রাস্তায় যে ৩০টি জামাত বের হয়েছে, তারা মুসাহাফা করেন বাংলাদেশ থেকে আগত জামাতের জিম্মাদারের সাথে এবং এর মাধ্যমেই সমাপ্তি হয় ২০২২ সালের ইজতিমা।
দুনিয়া ও আখেরাতের সামগ্রিক শান্তি ও কল্যাণ নিহিত একমাত্র আল্লাহতায়ালার নির্দেশিত ও রাসূলুল্লাহ (সা.)এর প্রদর্শিত জীবনব্যবস্থায়। দুনিয়ার মানুষ সেই জীবনব্যবস্থা কীভাবে লাভ করে তা পালন করতে পারে এবং কিয়ামত পর্যন্ত আগত সকল মানুষ জাহান্নাম থেকে বেঁচে পরকালীন সফলতা অর্জন করতে পারে এ গুরুত্তপূর্ণ বিষয় দ্বীনের প্রচার ও প্রসারের জন্যে ইজতিমা। দাওয়াতের কাজকে আরও ব্যাপকভাবে প্রচার-প্রসারের চিন্তাকে সামনে রেখে বিশ্বের বিভিন্ন দেশে তাবলিগ জামাতের উদ্যোগে অনুষ্ঠিত হয় এ ইজতেমা।
দুনিয়ার বিভিন্ন প্রান্ত থেকে আগত জামাতের আলেম উলামাদের বয়ান ছিল হিদায়াতের উৎকৃষ্ট গাইডলাইন।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *