728 x 90

বাংলাদেশী রিফিউজি অব অস্ট্রেলিয়ার বনভোজন

গত ১ জানুয়ারি রবিবার ২০২৩ বাংলাদেশী রিফিউজি অব অস্ট্রেলিয়া আয়োজন করে এক বিশেষ বনভোজনের। কর্ম ব্যস্ত যান্ত্রিক জীবনে বছরের প্রথম দিন বন্ধুদের নিয়ে দূরে কোথাও হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে এ বনভোজনের আয়োজন করেন সংগঠনের নেতা কর্মীরা। সিডনি থেকে ২ ঘন্টা ৩৪ মিনিট ড্রাইভিং করে পোর্ট স্টিফেনের Anna Bay নামক সবার্বের ইরিস মুর পার্কে পৌঁছে সকলে আনন্দে আত্মহারা। অত্যন্ত

গত ১ জানুয়ারি রবিবার ২০২৩ বাংলাদেশী রিফিউজি অব অস্ট্রেলিয়া আয়োজন করে এক বিশেষ বনভোজনের। কর্ম ব্যস্ত যান্ত্রিক জীবনে বছরের প্রথম দিন বন্ধুদের নিয়ে দূরে কোথাও হারিয়ে যাওয়াকে কেন্দ্র করে এ বনভোজনের আয়োজন করেন সংগঠনের নেতা কর্মীরা।

সিডনি থেকে ২ ঘন্টা ৩৪ মিনিট ড্রাইভিং করে পোর্ট স্টিফেনের Anna Bay নামক সবার্বের ইরিস মুর পার্কে পৌঁছে সকলে আনন্দে আত্মহারা। অত্যন্ত নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্যাবলী সকলের চোখ ধাঁধিয়ে দেয়।

সকালের নাস্তা, কোমল পানীয় ছাড়াও ছিল দুপুরের চমৎকার সুস্বাদু খাবার। সালাদ, মিষ্টি ছাড়াও বিভিন্ন ধরনের আইটেম ছিল সকলের পছন্দনীয়। খাবার পর দুপুরের গরমে অনেকেই পানিতে নেমে খানিক্ষন শরীর ঠান্ডা করে নেয়।

এ ধরনের একটি আনন্দময় বনভোজন উপহার দিয়েছেন সংগঠনের সভাপতি মোহাম্মদ নাসির আহমেদ, সহযোগিতায় ছিল বাচ্চু বাচ্চু, শরীফ প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রিত ছিলেন সংগঠনটির প্রধান উপদেষ্টা মো: আব্দুল্লাহ ইউসুফ শামীম।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising