সুখে আছি জেনে যার খুশি হয় মন, বিপদের কথা জেনে ব্যথিত যে জন, সুখে দুঃখে পাশে যার হয় আগমন, সে আমার বন্ধু খাঁটি, সেইতো আপন৷ মন খুলে যে আমায় দেয় ভালোবাসা, কোনরূপ বিনিময় নেই যার আশা, ব্যথা দিলে ভুলে যায় রাখে না স্মরণ, সে আমার বন্ধু খাঁটি, সেই তো আপন৷ মন খুলে সব কিছু যাকে
সুখে আছি জেনে যার খুশি হয় মন,
বিপদের কথা জেনে ব্যথিত যে জন,
সুখে দুঃখে পাশে যার হয় আগমন,
সে আমার বন্ধু খাঁটি, সেইতো আপন৷
মন খুলে যে আমায় দেয় ভালোবাসা,
কোনরূপ বিনিময় নেই যার আশা,
ব্যথা দিলে ভুলে যায় রাখে না স্মরণ,
সে আমার বন্ধু খাঁটি, সেই তো আপন৷
মন খুলে সব কিছু যাকে বলা যায়,
পরাজয় হলে সদা শান্ত্বনা দেয়,
যে আমায় ছোট জেনে করে না দহন,
সে আমার বন্ধু বটে, সেইতো আপন৷
যার কাছে হেরে যায় সময়ের দাম,
মন খুলে কথা চলে হয় না বিরাম,
যার কাছে বারে বার ছুটে যায় মন,
সে আমার বন্ধু বটে, সেইতো আপন৷
পঙ্কিল পথে যার চলে না চরণ,
কুৎসিত পথ যাকে করে না বরণ,
মানুষের দুঃখ জেনে কাঁদে যার মন,
সে আমার বন্ধু খাঁটি, সেইতো আপন৷
1 Comment
বদরুদ্দোজা শেখু
February 28, 2023, 4:39 amসুপ্রভাত সিডনীর সাহিত্যপাতা আগের মতো সহজে খুঁজে পাওয়া যাচ্ছে না। আগে বিভিন্ন সপ্তাহের সাহিত্যপাতায় অনেক লেখা থাকতো এবং সহজে দেখা যেতো।এখন সেটা মোটেও সম্ভব হচ্ছে না। সাহিত্য পাতার সব সংস্করণ যাতে সহজে উপলদ্ধ হয় বা দেখা যায় ,এবিষয়ে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।—,-বদরুদ্দোজা শেখু
REPLY