আজিবুল সেখ

এক সাথে গায়ে হলুদ মাখার কথা ছিল
কিন্তু তা হলোনা,
আত্মীয় পরিজন আদর করে বিয়ের রং
বুলিয়ে দিলো তোমার সমস্ত শরীর জুড়ে,
হলুদের রঙে রঙিন হলে তুমি।
আমার জীবনে নেমে এল ঘোর অন্ধকার
ফিকে হয়ে গেল এযাবৎ গড়া
কল্পনা রাজ্যের যত সব ঘরদর।
কিন্তু, বিশ্বাস কর, বসন্ত রাঙা হলুদ রং
আমার খুব পছন্দের ছিলো,
তোমার হলুদ শাড়ি, সরস্বতী পুজোর দিনে
আমাকে গভীর ভাবে হলুদাভ করে তুলেছিল। আজ সেই হলুদের মাধুর্যতা আর নেই
সেই রং আজ ফিকে হয়েছে
সেই হলুদ আমর চোখে সর্ষে ফুলের
প্রলেপ লাগিয়ে দিয়েছে,
আজ এ বিবর্ণ জীবন সমগ্র পৃথিবিকে
কেবল হলুদ দেখে……