এক যে আছে চাঁদের দেশে চরকা-কাটা বুড়ি বলেন তিনি বয়েসটা তাঁর এক লক্ষ কুড়ি, “বটে বটে? ও দিদিমা, এতটা কম কেন?” “আঃ, মলো যা! যা বলছি তাই শোনো, যা বলছি, ঠিক বলছি, সত্যি সত্যি সত্যি দিনক্ষণ সব গুণে গেঁথে রাখবোটা কী করতি? আমিই তো সেই চাঁদের পরী, আর— এখন থেকে দিদি ডাকবি, দিদিমা ডাকা ছাড়্,
এক যে আছে চাঁদের দেশে চরকা-কাটা বুড়ি
বলেন তিনি বয়েসটা তাঁর এক লক্ষ কুড়ি,
“বটে বটে? ও দিদিমা, এতটা কম কেন?”
“আঃ, মলো যা! যা বলছি তাই শোনো,
যা বলছি, ঠিক বলছি, সত্যি সত্যি সত্যি
দিনক্ষণ সব গুণে গেঁথে রাখবোটা কী করতি?
আমিই তো সেই চাঁদের পরী, আর—
এখন থেকে দিদি ডাকবি, দিদিমা ডাকা ছাড়্,
প্রতি মাসেই পূণ্মিমাতে ভরযুবতী আমি
বালাই বয়েস, ডান দিকে সব শূণ্যগুলো দামি,
অলড্রিনকে নীলকে জিগাস্, জুলাই মাসে আট আটটা দিন
আমার কোলে কাটিয়ে গেল, বেজায় খুশীর দিন
ছিল আমার সেদিনগুলো, আপন কোলে মানুষ পেয়ে ধন্যি
হয়েছি প্রথম, নইলে বৃথাই আমার লাবণ্যি”।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *