
ফাগুন মাসে হোলির দিনে
রঙের খেলায় মাতি,
হোলি দিনে রাঙিয়ে রঙে
জ্বলছে হাজার বাতি।
লাল সবুজে আবীর মুঠোয়
ছুটছে লালু, ভুলু,
তার পেছনে ছুটছে দেখো
পুঁচকে খোকা জুলু।
ফিনকি দিয়ে পিচকারিতে
ছুটছে রঙের ধারা,
রং মেখেছে নানান মানুষ
এটাই আমার পাড়া।
দোলে দোলে দোলায় দোদ্যুল
একে অপর জনে,
আবীর দিয়ে প্রণাম জানাই
দেব গুরু জনে।