
ফেব্রুয়ারির একুশ তারিখ
প্রভাত ফেরির গান,
দোয়েল শ্যামা ভোরের পাখি
ধরেছে সেই তান।
প্রভাত ফেরির সকাল বেলা
শোকের ছায়া নামে,
শিশু কিশোর খালি পায়ে
রক্ত নিয়ে খামে।
সবার মুখে মনের ভেতর
দামাল ছেলের গান,
আসুন সবে শিক্ষিত জন
বাচাই তাঁদের মান।
বাংলা ভাষায় মা’কে ডাকি
সুখে দুখে পাই,
অনন্তকাল থাকুক একুশ
এমন ভরসা চাই।