রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে অর্ধ শত বছর হলো স্বাধীনতা এসেছে- স্বাধীনতার সুফল দেশবাসীর ঘরে ঘরে পৌঁছে গেছে। স্বাধীনতার ফল এতোই যে ভারি সাধারণ দেশবাসীর নেই সাধ্য তা বইবার। নাভিশ্বাস উঠে ভোগ করবার যেন এ স্বাধীনতা তাঁদের জন্য নয় জোর করে তারা পেতে চায়। স্বাধীনতা তো সাধারণ খেটে খাওয়া মুটে মজুরেরা জীবনের বিনিময়ে আনেনি- যেন স্বাধীনতা এসেছে ভোল পাল্টানো
রক্তক্ষয়ী সংগ্রামের বিনিময়ে
অর্ধ শত বছর হলো স্বাধীনতা এসেছে-
স্বাধীনতার সুফল দেশবাসীর
ঘরে ঘরে পৌঁছে গেছে।
স্বাধীনতার ফল এতোই যে ভারি
সাধারণ দেশবাসীর নেই সাধ্য তা বইবার।
নাভিশ্বাস উঠে ভোগ করবার
যেন এ স্বাধীনতা তাঁদের জন্য নয়
জোর করে তারা পেতে চায়।
স্বাধীনতা তো সাধারণ খেটে খাওয়া
মুটে মজুরেরা জীবনের বিনিময়ে আনেনি-
যেন স্বাধীনতা এসেছে ভোল পাল্টানো
স্বঘোষিত মুক্তিযোদ্ধা এক শ্রেণীর হাত ধরে।
যে দেশবাসী পরাধীন ছিলো খেয়ে না খেয়ে
শ্রমের বিনিময়ে দেশকে বাঁচিয়ে রেখেছিলো-
তারাতো এখনও পরাধীন- অন্ন বস্ত্রহীন!
নেই কথা বলার অধিকার। চাইতে অন্যায়ের প্রতিকার।
আগের মতো এখনও মুখে ঠুঁলি এটে
ঘানি টেনে চলেছে। সব সুবিধা সব সুফল
স্বঘোষিতরাই ভোগ করছে।
স্বাধীনতা যেমন হাজার মাইল দূরের
রক্ত চক্ষু শাসকের কবল হতে
লক্ষ প্রাণের বিনিময়ে
ছিনিয়ে আনতে হয়েছিলো।
তেমনি স্বাধীনতা রাখতে সমুন্নত
করতে হবে শুদ্ধি অভিযান অব্যাহত।
এবারের সংগ্রাম স্বাধীনতা পুনরুদ্ধারের সংগ্রাম
এবারের সংগ্রাম স্বাধীনতা সমুন্নত রাখার সংগ্রাম
এবারের সংগ্রাম শুদ্ধি অভিযানের সংগ্রাম।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *