একুশের চেতনায় স্বচ্ছ রঙে রাঙানো বাংলার জমিন, সব কিছুতেই বাংলার মায়া চির অমলিন। কন্ঠে আজ সুমধুর গান হোক বা বজ্র কন্ঠের ভাষণ, মাতৃভাষা বাংলার ধ্বনিতে হয় গণজাগরণ। বুকের তাজা রক্ত দিল যারা নিয়ে ব্যানার হাতে, জোড়ালো কণ্ঠে শ্লোগান তাদের নাম বাংলার অক্ষরে। তাদের নাম লেখা থাকবে এই মাটির বুকে চিরকাল, হারিয়ে যায়নি একটিও শব্দ বাংলার
একুশের চেতনায় স্বচ্ছ রঙে রাঙানো বাংলার জমিন,
সব কিছুতেই বাংলার মায়া চির অমলিন।
কন্ঠে আজ সুমধুর গান হোক বা বজ্র কন্ঠের ভাষণ,
মাতৃভাষা বাংলার ধ্বনিতে হয় গণজাগরণ।
বুকের তাজা রক্ত দিল যারা নিয়ে ব্যানার হাতে,
জোড়ালো কণ্ঠে শ্লোগান তাদের নাম বাংলার অক্ষরে।
তাদের নাম লেখা থাকবে এই মাটির বুকে চিরকাল,
হারিয়ে যায়নি একটিও শব্দ বাংলার মানুষের হৃদয় থেকে,
বাংলা মায়ের বুক জুড়ে আজ বাংলা ভাষা খেলা করে।
বাতাসের শব্দে ভেসে আসে বাংলার ধ্বনি বাজছে মাতাল করা,
ভাষা শহীদের রক্তের বিনিময়ে আজ বাংলা ভাষা পেয়েছি আমরা।
বাংলার মানুষ জেগেছিল রাষ্ট্রভাষার বাংলার দাবি নিয়ে,
মায়ের মুখের সেই বাংলা ভাষার জন্য গর্বিত রক্ত দিয়ে।
বিশ্বের বুকে চিরকাল যেন সগৌরবে বাংলা ভাষা থাকে,
সমস্ত পৃথিবী আজ বাংলার ইতিহাস জানে।
সর্বকালের শ্রেষ্ঠ ভাষা বাংলা আমার মায়ের মুখের মধুর বুলি,
জীবন দিয়ে হলেও যেন এই ভাষার মান রক্ষা করেই চলি।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *