
দুঃখ যদি কবিতার নদী হতে পারে
তাহলে বেদনার সাগর হতে কি দোষ….?
অনেকদিন পরে আজ আমার কোন হুশ নেই.. হুশ!
কাউকে কোনোদিন বলিনি প্রচ্ছদ প্রেম
আর প্রণয় আলাদা কিছু নয়
সালাম, বরকত, রফিক, জাব্বার বর্ণমালার
চেয়ে পৃথক কিছু নয়
তবুও শিমুলের রঙ মেখে কয়জনের হুশ হয়?
আজ তবে বেদনার কী হয়েছে?
তবে কি সেও আমাকে সতীন পুত্রের মতোন
বড়ো ভালোবেসেছে?