728 x 90

এক পশলা বৃষ্টি: তুহীন বিশ্বাস

উত্তপ্ত কষ্ট দুপুর, চৌচির মাঠ; তৃষ্ণার্ত দাঁড়কাকের ছটফটানি যন্ত্রণায় আর্তচিৎকারে পোষা কুকুর খাদ্যের অপেক্ষায় ক্ষুধার্ত চাতক। বর্ণমালা খুঁজে পায় না নিত্যদিনের ছন্দ কবি ও কবিতা ভিন্ন পথে, বেঁধে গেছে দ্বন্দ্ব! পশ্চিমাকাশে কালো মেঘ গোধুলী বেলায়; যেন অভিশাপ নয়তো আশীর্বাদের ঈঙ্গিত! হঠাৎ ঘুরে দাঁড়ায় প্রকৃতি… নির্মল বায়ু জানান দেয় কিঞ্চিৎ বসন্ত ছোঁয়া এক পশলা বৃষ্টি কাটে

উত্তপ্ত কষ্ট দুপুর, চৌচির মাঠ;

তৃষ্ণার্ত দাঁড়কাকের ছটফটানি

যন্ত্রণায় আর্তচিৎকারে পোষা কুকুর

খাদ্যের অপেক্ষায় ক্ষুধার্ত চাতক।

বর্ণমালা খুঁজে পায় না নিত্যদিনের ছন্দ

কবি ও কবিতা ভিন্ন পথে, বেঁধে গেছে দ্বন্দ্ব!

পশ্চিমাকাশে কালো মেঘ গোধুলী বেলায়;

যেন অভিশাপ নয়তো আশীর্বাদের ঈঙ্গিত!

হঠাৎ ঘুরে দাঁড়ায় প্রকৃতি…

নির্মল বায়ু জানান দেয় কিঞ্চিৎ বসন্ত ছোঁয়া

এক পশলা বৃষ্টি কাটে অনিশ্চয়তার ধোঁয়া।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising