দুর্ভিক্ষের ভেতরে একটা পৃথিবী আছে,
মহা পৃথিবী, ক্ষুধার্ত পৃথিবী।
পাকস্থলীর শূন্যতা মহাকাশের গভীরতায় পরিব্যপ্ত
ফুটপাথে পড়ে থাকা অভুক্ত ভিখারির
রেটিনায় ভেসে ওঠে দুর্ভিক্ষের গ্যালাক্সি।
দুর্ভিক্ষের সংজ্ঞা খুঁজতে গেলে কোন অভিধান নয়
বরং এক ঝলক পড়ে নিও ওদের চোখের ভাষা
ফোঁটা ফোঁটা অশ্রু জলে খুঁজে পাবে
দুর্ভিক্ষের প্রকৃত সংজ্ঞা।
রাজরোষে প্রতিনিয়ত চাপা পড়ে যায় অভুক্ত কান্না,
আর মিশে যায় মহাকাশের মহাশূন্যতায়,
স্তরে স্তরে মেঘেদের বুকে জমে ওঠে প্রবঞ্চনা
হাহাকার হয়ে ঝরে পড়বে পৃথিবীর বুকে,
শুধু সময়ের অপেক্ষা।