কথা দিয়ে অনেক কেটে গেছে দিন
এবার না হয় কথার জ্বর মাপি?
কতটা তাপে আমি পুড়লাম ঠিক
কতটা তাপে তোমায় পোড়ানো বাকি?
কতটা কথা বলার জন্য বলা
কতটা কথার ওজন খানি খাঁটি?
কতটা কথা কেবল অপচয়
কতটা নিয়ে হাজার বর্ষ হাঁটি??
কতটা কথা না বলাই ভালো ছিলো
কতটা কথা কালো রাতের মত?
কতটা কথা জমিয়ে রাখাই শ্রেয়
কতটা কথা একান্ত ব্যক্তিগত?
কতটা কথা জমায় বুকে পাথর
কতটা কথায় বিদ্রোহ মিশে থাকে?
কতটা কথা শুধুই শব্দ চয়ন
কতটা কথা আদরে আগলে রাখে?