মিষ্টি কথা, মিষ্টি ভাষা, মিষ্টি অনেক কিছু
মিষ্টি হাসা, মিষ্টি দেখা, চলছে পিছু পিছু।
মিষ্টি খাওয়া, মিষ্টি দেওয়া অপরূপ সৃষ্টি
মিষ্টি মানেই সুখের আশা, ঝির্ ঝিরে বৃষ্টি।
মিষ্টি মিষ্টি পথ চলা, মিষ্টি পথ ধরে
মিষ্টি করে ভালোবাসা, হবেই মনের জোরে।
মিষ্টি তুমি নানান রঙে, রাঙাও দোকান ভরে
মিষ্টি তোমার আদর আছে, অনন্তকাল ধরে।
মিষ্টি হাতের রান্না যদি, হয় সুস্বাদু
মিষ্টি মনে জেনে রেখো, আছে কত যাদু।
মিষ্টি বাসি ভালোবাসি, মিষ্টি চোখে চাওয়া
মিষ্টি করে দিলে তুমি, হবে ভালো খাওয়া।
মিষ্টি, মিষ্টি, মিষ্টি তুমি, যতোই দাম রাখো
মিষ্টি তোমায় ভালোবাসি, সারাজীবন থাকো