নতুন বছর: বরুণ বন্দ্যোপাধ্যায়



নতুন বছরে নতুন দিনে
সবই নতুন লাগে,
নতুন বছরে সবার মনে
আনন্দ ধারা জাগে।

নতুন সূর্য উদিত আকাশে
নতুন নক্ষত্র রাতে ,
সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা
নতুন শুভ প্রাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *