অস্ট্রেলিয়াতে রমাদান কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

সুপ্রভাত সিডনি রিপোর্ট: ইসলামিক প্রাক্টিস এন্ড দাওয়াহ সার্কেল (আইপিডিসির) আহবানে এবং আল তাজকিরাহ ইনস্টিটিউটের সার্বিক সহযোগিতায় অস্ট্রেলিয়ার সিডনি, মেলবোর্ন, কুইন্সল্যান্ড সাউথ অস্ট্রেলিয়া, ওয়েস্ট অস্ট্রেলিয়া এবং অস্ট্রেলিয়ান টেরিটরি ক্যানবেরাতে বৃহত্তম রমাদান কোরআন প্রতিযোগিতা ২০২৩ অনুষ্ঠিত হয়েছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যে ২৮৫ জন স্টুডেন্ট রেজিস্ট্রেশন করেছেন এবং ২৫ প্রতিষ্ঠান, ২০ মসজিদ এবং ১৫ জন গুরুত্বপূর্ণ মাশাইখ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে ও বিভিন্নভাবে সহযোগিতা করেছেন। চার ক্যাটাগরিতে গ্রুপ এ বি এবং সি তে বহুসংখ্যক প্রতিযোগী এক পারা, দুই পারা ও পাচ পারার প্রতিযোগিতার গ্রুপে অংশগ্রহণ করেন এবং তাজবীদ সহকারে সুন্দর তেলাওয়াত করেন। রমাদান কোরআন প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছেন এবং যারা বিভিন্নভাবে স্পন্সর করেছেন আয়োজক কমিটির পক্ষ থেকে তাদের প্রত্যেককে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে।

নিউ সাউথ ওয়েলস রাজ্যের রমাদান কোরআন প্রতিযোগিতা গত ২৫ মার্চ সেন্ট মেরিস মসজিদে এবং অন্যান্য সকল রাজ্যের কোরআন প্রতিযোগিতা রমাদানের মধ্যে সুন্দরভাবে সম্পন্ন হয়। কোরআন প্রতিযোগিতার দুই সপ্তাহ পরে গত ১৮ এপ্রিল শনিবার অস্ট্রেলিয়ান ইসলামিক কলেজ অফ সিডনির (এআইসিএস) অডিটোরিয়াম হলে সিডনির কোরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্থানীয় রাজ্যের মাল্টিকালচারাল মিনিস্টার, আইপিডিসির কেন্দ্রীয় প্রেসিডেন্ট ডক্টর রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক ও কমিউনিটি লিডার কাজি আলি এবং স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে সকল বিজয়ী ছেলেমেয়েদেরকে নগদ পুরস্কার, সার্টিফিকেট, ক্রেস্ট ও মেডেল সহ আরো অনেক মূল্যবান পুরস্কার তুলে দেয়া হয়। সর্বশেষ সকলকে ইফতার বিতরণের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ও অনুষ্ঠানের আয়োজক ইমাম আবু হুরায়রা সকলকে ধন্যবাদ জ্ঞাপন ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠান সম্পন্ন করেন।

প্রসঙ্গত. আট বছর ধরে এই প্রতিযোগিতায় দেশজুড়ে হাজার হাজার ছেলেমেয়ে অংশগ্রহণ করেছে এবং এ বছরের স্পেশাল আয়োজনেও তারা তাদের কোরআনের প্রতি আবেগ এবং ভালোবাসার বহিঃপ্রকাশ দেখিয়েছে ও কয়েক হাজার খুদে হাফেজ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *