728 x 90

ক্যান্টারবুরি-ব্যাংকসটাউনের নতুন মেয়র হলেন বিলাল আল-হায়েক

সুপ্রভাত সিডনি রিপোর্ট : সিডনির সবচেয়ে বেশি মাল্টিকালচারাল সাবার্বগুলোর স্থানীয় সরকার প্রতিষ্ঠান ক্যান্টারবুরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্সিলর বিলাল আল-হায়েক। সম্প্রতি দীর্ঘদিনের মেয়র খাল আসফুর তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর গত ১১ মে ২০২৩ তারিখে সকল কাউন্সিলরদের ভোটে বিনা প্রতিদ্বন্ধিতায় বিলাল এই পদে অভিষিক্ত হন। মাত্র ছত্রিশ বছর বয়সী বিলালের এই

সুপ্রভাত সিডনি রিপোর্ট : সিডনির সবচেয়ে বেশি মাল্টিকালচারাল সাবার্বগুলোর স্থানীয় সরকার প্রতিষ্ঠান ক্যান্টারবুরি-ব্যাংকসটাউন সিটি কাউন্সিলের নতুন মেয়র হিসেবে নির্বাচিত হয়েছেন কাউন্সিলর বিলাল আল-হায়েক। সম্প্রতি দীর্ঘদিনের মেয়র খাল আসফুর তার দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর পর গত ১১ মে ২০২৩ তারিখে সকল কাউন্সিলরদের ভোটে বিনা প্রতিদ্বন্ধিতায় বিলাল এই পদে অভিষিক্ত হন।

মাত্র ছত্রিশ বছর বয়সী বিলালের এই গুরুত্বপূর্ণ পদে আরোহনের মাধ্যমে স্থানীয় তরুণ প্রজন্মের মাঝে রাজনৈতিক চর্চার উৎসাহের জন্য নতুন এক নজীর সৃষ্টি হয়েছে।

মেয়র পদে নির্বাচিত হওয়ার পর ধন্যবাদসূচক বক্তব্যে তিনি বলেন, নিউ সাউথ ওয়েলস স্টেটের সবচেয়ে বড় কাউন্সিলের নেতৃত্ব অর্জন করার মাধ্যমে আমার জীবনে একটি স্বপ্ন বাস্তব রুপে পরিণত হলো। আপনি যেই হোন না কেন এবং যে পরিবেশ থেকেই আসুন না কেন, যদি আপনি চেষ্টা করেন তাহলে জীবনে আপনার অভিষ্ট লক্ষ্যে পৌছতে পারবেন, এটিই প্রমাণিত হলো।

মেয়র বিলাল ১৯৯৯ সালে বারো বছর বয়সে তার পিতামাতার সাথে অস্ট্রেলিয়ায় অভিবাসী হিসেবে এসেছিলেন।

নবনির্বাচিত মেয়র হিসেবে ক্যান্টারবুরি-ব্যাংকসটাউনের অন্তর্গত এলাকাগুলোর অবকাঠামোগত উন্নয়ন এবং নাগরিকদের জন্য সেবামূলক কার্যক্রমের মান বৃদ্ধির অঙ্গীকার করার পাশাপাশি স্থানীয় দাতব্য সংস্থাগুলোকেও তিনি অধিকতর সমর্থনে আশ্বাস দিয়েছেন। বিলালের মেয়র নির্বাচনের এই অনুষ্ঠানে সুপ্রভাত সিডনির ভিডিও প্রেজেন্টার এএনএম মাসুম উপস্থিত ছিলেন।

 

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising