ছেলে দিলেন মহান আল্লাহ্
অনেক খুশি মন,
হাজার স্বপ্ন আত্মীয়দের
শুনি সারাক্ষণ।
দ্বীন ইসলামের পথে রবে
মনে বড়ো আশা,
ডাক্তার, কবি, মাস্টার হবে
কারো মুখের ভাষা।
নাম রাখতেও শত নামের
খসড়া চোখে পড়ে,
একেকজনে একেক নামে
ডাকে আদর করে।
আমি ডাকি তাইন কবির
মেয়েরা কয় তায়ান,
দাদী নানীর সোনা মানিক
ফুফু চাচ্চুর সোয়ান।
শত নামের ভীড়ে একটা
ইসলামী নাম হবে ,
অনেক আশা খোকা বাবু
দ্বীন শিক্ষাতে রবে।
সত্য ন্যায়ের পথে আল্লাহ্
কবুল করে নিও,
সুস্থ জীবন সাথে আরও
আবে হায়াত দিও।