728 x 90

অর্ডার অব অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন মইনুল হক

সুপ্রভাত সিডনি রিপোর্ট: ক্যানবেরায় মাল্টিকালচারাল কমিউনিটিতে অবদান রাখার জন্য ২০২৩ সালে OAM শ্রেণিতে ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ অ্যাওয়ার্ড পেয়েছেন মইনুল হক। মুসলিম কমিউনিটিতে বিশেষ ভূমিকা রেখেছেন। ২০০৫-২০০৭ সালে তিনি বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সভাপতি ছিলেন। কিংস বার্থডে অনার্স লিস্টে এবার বিভিন্ন ক্যাটাগোরিতে অনার এবং অ্যাওয়ার্ড পেয়েছেন ১,১৯১ জন অস্ট্রেলিয়ান। এই তালিকায় যারা স্থান পেয়েছেন তাদেরকে অভিনন্দন

সুপ্রভাত সিডনি রিপোর্ট: ক্যানবেরায় মাল্টিকালচারাল কমিউনিটিতে অবদান রাখার জন্য ২০২৩ সালে OAM শ্রেণিতে ‘অর্ডার অব অস্ট্রেলিয়া’ অ্যাওয়ার্ড পেয়েছেন মইনুল হক। মুসলিম কমিউনিটিতে বিশেষ ভূমিকা রেখেছেন। ২০০৫-২০০৭ সালে তিনি বাংলাদেশ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশন ক্যানবেরার সভাপতি ছিলেন। কিংস বার্থডে অনার্স লিস্টে এবার বিভিন্ন ক্যাটাগোরিতে অনার এবং অ্যাওয়ার্ড পেয়েছেন ১,১৯১ জন অস্ট্রেলিয়ান।

এই তালিকায় যারা স্থান পেয়েছেন তাদেরকে অভিনন্দন জানান গর্ভণর জেনারেল ডেভিড হার্লে। তিনি বলেন, ‘প্রাপকরা যথেষ্ট অবদান রেখেছেন এবং জাতীয় বা আন্তর্জাতিক পর্যায়ে উল্লেখযোগ্য প্রভাব ফেলেছেন।

উল্লেখ্য, অস্ট্রেলিয়াতে বাংলাদেশীদের ভিতর সর্ব প্রথম এ সম্মানজনক পদবি লাভ করেন সিডনির প্রবীণ সমাজসেবী সকলের প্রিয় কাজী আলী। তিনি প্রায় ৪০ বছর কমিউনিটিতে বিভিন্ন সেবামূলক কর্মকান্ডে অবিরাম অবদান রেখে যাচ্ছেন।

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising