প্রভুর কাছে সবার ছিলো
একটু বৃষ্টি চাওয়া,
বৃষ্টি হলে দূরে যাবে
ভ্যাপসা গরম হাওয়া।
কোটি কোটি এসি ফ্যানে
ঠান্ডা হয়নি দেশ,
ভ্যাপসা গরম সবার জীবন
অস্থির করছে বেশ।
অবশেষে বৃষ্টি হলো
সবাই পেলাম স্বস্তি,
মনের হর্ষে বৃষ্টির স্পর্শে
করছি সবাই মস্তি।
কোটি এসি ফ্যান থেকেও
সবাই ঘেমে গেছি,
সমগ্র দেশ ঠান্ডা করলো
বৃষ্টি নামক এসি।