বিরহের উপঢৌকন আজ আর আঁচড় কাটেনা- এ মনে- নীলিমা ছুঁয়ে ডুকরে কাঁদে স্বপ্নের মায়াজাল প্রিয়হারা নিঃসঙ্গতা ইদানীং চুপসে যাওয়া বেলুনের মত- প্রফুল্ল মন যায়গা করে নেয় নরদমার আস্তাকুড়ে, কুয়াশায় মেঘ জড়ো হয় বৈকালীন নম্রতায় আমারও চোখে তবুও কর্কশ হাসিতে ফেটে পড়ে এ মন আকাশকুসুম পৃথিবী সম…
বিরহের উপঢৌকন আজ আর আঁচড় কাটেনা-
এ মনে- নীলিমা ছুঁয়ে
ডুকরে কাঁদে স্বপ্নের মায়াজাল
প্রিয়হারা নিঃসঙ্গতা ইদানীং চুপসে যাওয়া বেলুনের মত-
প্রফুল্ল মন যায়গা করে নেয় নরদমার আস্তাকুড়ে,
কুয়াশায় মেঘ জড়ো হয় বৈকালীন নম্রতায় আমারও চোখে
তবুও কর্কশ হাসিতে ফেটে পড়ে এ মন আকাশকুসুম পৃথিবী সম…
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *