প্রয়োজন ফুরিয়ে গেলে
কেউ রয় না পাশে চিরকাল!
যুগ যুগ এমনি করে বুঝেছে শত পোড়া মন।
ক্ষণিকের মোহ, মায়া ভুলে পাড়ি দেয় যার আবেগী রং
হৃদয়ের সবুজ উদ্যানে চাষ করে আবারও
ভালোবাসা অবিরাম।
যে প্রিয়জনের সান্নিধ্য পাবে তুমি সকাল কিংবা
বিষণ্ন বিকেল;
গোধূলির বর্ণিল প্রহরে ফুরিয়ে যাবে তার হৃদয়ের উচাটন।
শতাব্দীর নিখুঁত বিন্যাসে পরিবর্তন আসে এভাবে
ছলচাতুরী করে করে উড়ে যায় পাখি অবশেষে।
জীবনের প্রতিটি ক্ষণ, নিয়েছো ভালোবেসে পাশে যেজন;
আলেয়ার মত করে যায় না তারে ছোঁয়া সে সন্ধিক্ষণ।
প্রয়োজনে উপচে পড়ে ভালোবাসা যেন এক সমুদ্র জল
ভালোবেসে পাশে এসে তুলে অতুল কথার ঢং;
আসলে তো সেও হারিয়ে যায় ফুরালে
জলতরঙ্গের মতন।
অস্তিত্ব খুঁজে পাওয়া যায় না আর, ছায়া ও মায়া
ফুরিয়ে যায় তখন;
অবনতি ঘটেছে এভাবে সত্যিকার ভালোবাসা আজীবন।