আমি কষ্টের বুকে লাঙ্গল দিয়ে সুখের আবাদ করেছি, অপয়াকে দু’পায়ে ঠেলে লক্ষ্মীর ভূষণ ধরেছি- খুঁটি পুঁতেছি, বসত গড়েছি! ঝড় ঝঞ্ঝায় তুচ্ছভাবে পথের দিশা খুঁজেছি, অদম্য ইচ্ছা প্রবনতায় নির্বোধের বোধ জাগিয়েছি! কষ্টের সে কুঁড়ে ঘরে এখন বইছে সুখের বন্যা, আদর্শ সহচরাচরে হিতৈষীর আনাগোনা। চারপাশ জুড়ে উজ্জ্বল তারক জোনাক মৃদু আলো, লুপ্ত কতো বিরূপ কথায় ঝাপসা নিকস
আমি কষ্টের বুকে লাঙ্গল দিয়ে সুখের আবাদ করেছি,
অপয়াকে দু’পায়ে ঠেলে লক্ষ্মীর ভূষণ ধরেছি-
খুঁটি পুঁতেছি, বসত গড়েছি!
ঝড় ঝঞ্ঝায় তুচ্ছভাবে পথের দিশা খুঁজেছি,
অদম্য ইচ্ছা প্রবনতায় নির্বোধের বোধ জাগিয়েছি!
কষ্টের সে কুঁড়ে ঘরে এখন বইছে সুখের বন্যা,
আদর্শ সহচরাচরে হিতৈষীর আনাগোনা।
চারপাশ জুড়ে উজ্জ্বল তারক জোনাক মৃদু আলো,
লুপ্ত কতো বিরূপ কথায় ঝাপসা নিকস কালো।
নির্বোধ চিত্তে নত চরিতে শতো গঞ্জনা সহেছি,
নির্বাক চেয়ে দাঁতে দাঁত এঁটে ফসল সামাল দিয়েছি।
অযত্নে প্রাণ বিষণ্ন যাপন পোড়ামাটির অবয়ব,
সামলাতে ফসল বিদীর্ণ জীবন কায়াময় নির্জীব!
কুমন্ত্রনার সহচরে হলো মর্ত ভূবন নরক,
নির্মল ধ্যান অকাতরে তবু লয়েছি সে জ্বালা পরখ!
নিষ্পাপ এই বিজন বাসে বুনেছি বিছন বারোমাস,
উর্বর ফসল আবাদ ভুমিতে সুখশান্তির করিতে চাষ!
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *