এম,এ,ইউসুফ শামীম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, একটি খবর প্রকাশের জের ধরে প্রথমে সাংবাদিক গোলাম রাব্বানীর বিরুদ্ধে জিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ইউপি চেয়ারম্যান। সেই মামলা আদালত খারিজ
এম,এ,ইউসুফ শামীম: জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর নেতৃত্বে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিমকে হত্যা করা হয়েছে বলে তার পরিবার অভিযোগ করেছেন। পরিবার সূত্রে জানা গেছে, একটি খবর প্রকাশের জের ধরে প্রথমে সাংবাদিক গোলাম রাব্বানীর বিরুদ্ধে জিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন ইউপি চেয়ারম্যান। সেই মামলা আদালত খারিজ করে দেয়ার পর তার ওপর হামলা চালানো হয়। হামলায় গুরুতর আহত গোলাম রাব্বানী নাদিম পরে হাসপাতালে মারা যান৷
পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ দেখে ইউপি চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর ছয় সহযোগীকে আটক করেছে। প্রাথমিক তদন্তে ইউপি চেয়ারম্যানের সংশ্লিষ্টতা পাওয়া যাওয়ায় পুলিশ তাকেও খুঁজছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।
প্রসঙ্গত. ১৪ জুন ২০২৩ রাত সাড়ে ১০টার দিকে জামালপুরের বকশীগঞ্জ পৌরসভার পাটহাটি এলাকায় গোলাম রাব্বানী নাদিমের ওপর হামলা চালানো হয়। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ১৫ জুন বেলা আড়াইটার দিকে তিনি মারা যান।
আওয়ামী লীগ একটি সন্ত্রাসী দল,আবারো তা প্রমাণিত হলো। বিতর্কিত ডিজিট্যাল আইন আওয়ামী মাফিয়াদের বিরোধীদল দমনে বিশেষ ভূমিকার কথা আজ সবারই জানা। আওয়ামীলীগ সরকার এ পর্যন্ত অনেক সাংবাদিক , লাঞ্ছিত ,নাজেহাল ও হত্যার দায় এড়াতে পারবেনা। মাফিয়া সরকারের সন্ত্রাসী বাহিনী সাগর -রুনিসহ বিভিন্ন সময়ে সাংবাদিকদেরকে গোপনে ও প্রকাশ্যে হত্যা করেছে। বিশেষজ্ঞরা বলেন, একেরপর এক সাংবাদিক হত্যা আবারো প্রমান করে যে, আওয়ামীলীগ একটি সন্ত্রাসী সংগঠন।
এ ধরনের নৃশংস ও ঘৃণ্য হত্যাকান্ডের জন্য সুপ্রভাত সিডনি প্রতিবাদ জানাচ্ছে। অবিলম্বে খুনিদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *