সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ৬ জুলাই বৃহস্পতিবার ২০২৩ প্রত্যুষে মিসেস মমতাজ আরা বেগম মহান আল্লাহ পাকের ডাকে সাড়া দিয়ে ইহলোকের মায়া ছিন্ন করে চলে যান ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে এ ধর্মপ্রাণ মহীয়সীর বয়স ছিল ৭২ বছর। শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘদিন তিনি চিকিৎসারত ছিলেন। তার জানাজা শেষে দিনাজপুরে পারিবারিক গোরস্থানে দাফন কর হয়।
অস্ট্রেলিয়ার সিডনিতে একই দিনে মমতাজ আরা বেগমের ছেলে মঞ্জুরুল আলম বুলু ল্যাকেম্বা মুসল্লায় এক দোয়ার আয়োজন করেন। বাংলাদেশ সিনিয়র সিটিজেন অফ অস্ট্রেলিয়ার নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন এলাকা থেকে তার শুভাকাঙ্ক্ষীরা এ দোয়া মাহফিলে যোগ দেন।
ল্যাকেম্বা মুসল্লার অন্যতম কর্নধার রিদোয়ান আকাউয়ি এ দোয়া পরিচালনা করেন। দোয়া শেষে একে একে সকলে মঞ্জুরুল আলম বুলুর সাথে মোয়ানাকা করে শোক প্রকাশ করে সান্তনা প্রদান করেন। আল্লাহ পাক মরহুমার সকল মার্জনা ক্ষমা করে জান্নাতের উঁচু আসন দান করুন (আমীন)।