সুপ্রভাত সিডনি রিপোর্ট : আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্টেট নিউ সাউথ ওয়েলসের সংসদে ধর্মীয় বৈষম্যের বিরদ্ধে এবং কোন ধর্মকে অবমাননার বিরুদ্ধে ঐতিহাসিক এন্টি-ডিসক্রিমিনেশন এমেন্ডমেন্ড (রিলিজিয়াস ভিলিফিকেশন) বিল ২০২৩ গৃহীত হয়েছে। সম্প্রতি সুইডেনে যেখানে কোরআন শরীফে আগুন দেয়ার ঘটনাকে তথাকথিত বাকস্বাধীনতা হিসেবে অনেক মানুষ ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন, এ প্রেক্ষাপটে সকল ধর্মের জন্য সম্মাননা
সুপ্রভাত সিডনি রিপোর্ট : আগস্টের প্রথম সপ্তাহে অস্ট্রেলিয়ার সবচেয়ে বড় স্টেট নিউ সাউথ ওয়েলসের সংসদে ধর্মীয় বৈষম্যের বিরদ্ধে এবং কোন ধর্মকে অবমাননার বিরুদ্ধে ঐতিহাসিক এন্টি-ডিসক্রিমিনেশন এমেন্ডমেন্ড (রিলিজিয়াস ভিলিফিকেশন) বিল ২০২৩ গৃহীত হয়েছে। সম্প্রতি সুইডেনে যেখানে কোরআন শরীফে আগুন দেয়ার ঘটনাকে তথাকথিত বাকস্বাধীনতা হিসেবে অনেক মানুষ ব্যাখ্যা করতে চেষ্টা করেছেন, এ প্রেক্ষাপটে সকল ধর্মের জন্য সম্মাননা নিশ্চিত করে এই আইন প্রণয়নের বিষয়টি একটি ঐতিহাসিক ঘটনা। এ আইনের মাধ্যমে কোন ব্যক্তি বা সমষ্টির বিরুদ্ধে তার বা তাদের ধর্মীয় বিশ্বাস ও বিশ্বাসভিত্তিক কার্যকলাপের কারণে কোন ধরণের বৈষম্য করা একটি বেআইনী কাজ ও শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচিত হবে।
অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বাংলাদেশী অধ্যুষিত এলাকা লাকেম্বার প্রাক্তন এমপি ও জনপ্রিয় রাজনৈতিক নেতা, বর্তমানে এনএসডব্লিউ স্টেট সরকারের গ্রাহক সেবা ও ডিজিটাল গভর্মেন্ট বিষয় মন্ত্রী জিহাদ দীব এক বিবৃতিতে বলেন, ব্যক্তিগতভাবে একজন বিশ্বাসী ব্যক্তি হিসেবে আমি এ নতুন আইনটির গুরুত্ব খুব ভালোভাবেই জানি। যদি আইনটি আরো আগে গৃহীত হতো তাহলে হয়তো বিভিন্ন ধর্মের অনেক মানুষকেই বৈষম্যের মতো মর্মান্তিক অভিজ্ঞতার শিকার হতে হতো না। ধর্মীয় বিশ্বাসের কারণে আক্রমনের শিকার হওয়ার কিছু ঘটনা আমি নিজ চোখেই দেখেছি। আমার নিজের মায়ের হিজাব টেনে ধরা হয়েছিলো একটি শপিং সেন্টারে। তবে আমি বিশ্বাস করি আমাদের এই পরিবর্তনশীল ও চমৎকার দেশটিতে ইতিবাচক পরিবর্তন আসছে।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমাম কাউন্সিল (আনিক) এক বিবৃতিতে নতুন সরকার গঠনের প্রথম একশ দিনের মাঝেই অত্যন্ত সক্রিয় পদক্ষেপ নিয়ে এ আইনটি পাশ করার জন্য এনএসডব্লিউ সরকারকে ধন্যবাদ জানিয়েছে। বিবৃতিতে আনিকের পক্ষ থেকে বিশেষভাবে এনএসডব্লিউ প্রিমিয়ার ক্রিস মিন্স, এটর্নি জেনারেল মাইকেল ডেলি, মাল্টিকালচারালিজম বিষয়ক মন্ত্রী স্টিভ ক্যাম্পার এবং গ্রাহক সেবা ও ডিজিটাল গভর্মেন্ট বিষয়ক মন্ত্রী জিহাদ দীবকে ধন্যবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয় নিউ সাউথ ওয়েলসে বিগত বছরগুলোতে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মাঝে সুষম এবং সম্প্রীতির সম্পর্ক গড়ে উঠেছে, নতুন এ বিলটি তারই একটি সত্যায়ন।
এ ধরনের ঐতিহাসিক আইন পাশের জন্য সুপ্রভাত সিডনি অস্ট্রেলিয়ান সরকারকে সাধুবাদ জানান।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *