সুপ্রভাত সিডনি রিপোর্ট: গৌরব, ঐতিহ্য, সাফল্য, সংগ্রাম ও অগ্রযাত্রার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী এবং দেশমাতা বেগম খালেদা জিয়ার ১৬ তম কারামুক্তি দিবস উপলক্ষে বিএনপি অস্ট্রেলিয়ার উদ্যোগে আলোচনা সভা ১১ সেপ্টেম্বর ২০২৩ সোমবার সিডনির লাকেম্বাস্থ সিনিয়র সিটিজেন লাইব্রেরি হলে অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি, অস্ট্রেলিয়ার লীডার মোঃ মোসলেহ উদ্দিন হাওলাদার আরিফের সভাপতিত্বে এবং আবুল হাছানের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বিএনপি নেতা মনিরুল হক জর্জ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্যে রাখেন বিএনপি নেতা ফারুক আহ্ম্মেদ খান, লিয়াকত আলী স্বপন, কুদরত উল্লাহ লিটন।
আরো বক্তব্য রাখেন, মুন্নি চৌধুরী মেধা, কামরুল হাসান আজাদ, আব্দুস সামাদ শিবলু, এএনএম মাসুম, আব্দুল মতিন উজ্জ্বল, খাইরুল কবির পিন্টু, আব্দুস সাওার,এস এম খালেদ,মোহাম্মদ কামরুজ্জামান,কামরুল ইসলাম, মোহাম্মদ নাসির আহম্মেদ, মিনহাজ উদ্দিন (প্রকৌশলী), মোহাম্মদ জাকির হোসেন রাজু,মোহাম্মদ কুদ্দুসুর রহমান, মোহাম্মদ আনোয়ারুজ্জামান, নৌশাদ আলী,মাহবুবুর রহমান মামুন, নূর মোহাম্মদ মাসুম, মোহাম্মদ বাচ্চু, সূধন জোসেফ ক্রুজ, অসিত গোমেজ, মাহবুবুল হক দুলাল প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলোয়াত করেন বিএনপিনেতা মোহাম্মদ নাসির আহম্মেদ। বিএনপির নেতৃবৃন্দ বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সারা দেশে মিথ্যা মামলায় আটক সকল নেতা কর্মীদের অবিলম্বে মুক্তির দাবি জানান।