সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ১ অক্টোবর ২০২৩ তারিখে আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে বর্তমান সময়ের কাজকর্মের উপর একটি প্রামাণ্য গবেষনাপত্র প্রকাশ করেছে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ (সাপি)। আন্তর্জাতিক এই থিংক ট্যাংক প্রতিষ্ঠানটি কর্তৃক ইংলিশে প্রকাশিত গবেষণাপত্রটির শিরোনাম হলো “বাংলাদেশ আওয়ামী লীগ: এ কেইস স্টাডি অফ ইটস মিলিট্যান্ট পলিটিক্স এন্ড ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি”। দীর্ঘ প্রায় এক
সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ১ অক্টোবর ২০২৩ তারিখে আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে বর্তমান সময়ের কাজকর্মের উপর একটি প্রামাণ্য গবেষনাপত্র প্রকাশ করেছে সাউথ এশিয়ান পলিসি ইনিশিয়েটিভ (সাপি)। আন্তর্জাতিক এই থিংক ট্যাংক প্রতিষ্ঠানটি কর্তৃক ইংলিশে প্রকাশিত গবেষণাপত্রটির শিরোনাম হলো “বাংলাদেশ আওয়ামী লীগ: এ কেইস স্টাডি অফ ইটস মিলিট্যান্ট পলিটিক্স এন্ড ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি”।
দীর্ঘ প্রায় এক বছরের গবেষণাকর্ম সম্পাদনের পর বিস্তারিত তথ্যপ্রমাণসহ প্রকাশিত এই গবেষণাপত্রে আওয়ামী লীগের জন্মলগ্ন থেকে কিভাবে সন্ত্রাসী ও জবরদখলমূলক কর্মকান্ডের মাধ্যমে তারা জনমনে ভীতি উদ্রেকের কৌশলের মাধ্যমে বারবার ক্ষমতা দখল করেছে তার ইতিহাস পর্যালোচনা করা হয়েছে। ঐতিহাসিক নানা দলিল দস্তাবেজ এবং বিভিন্ন প্রত্যক্ষদর্শীর উক্তি ও বর্ণনায় প্রমাণিত হয়েছে আওয়ামী লীগ কখনোই গণতন্ত্রে বিশ্বাসী একটি দল ছিলো না। বরং দলটির প্রতিষ্ঠাতা রাজনীতিবিদদের কাছ থেকে দলটির জন্মের অব্যবহিত পরেই শেখ মুজিব তার সন্ত্রাসী কাজকর্মের মাধ্যমে দলটি দখলে নিয়ে নেয়। তখন থেকে শুরু হওয়া সন্ত্রাসী কাজের ধারা বর্তমানে শেখ মুজিবের মেয়ে শেখ হাসিনার সময়েও সমানতালে ধারাবাহিকভাবে চলমান রয়েছে।
আওয়ামী লীগের ইতিহাস নিয়ে দেশের ইতিহাসে সর্বপ্রথম এ গবেষণাপত্রটি প্রকাশের পর তা দেশে বিদেশে রাজনীতি ও ইতিহাস সচেতন বাংলাদেশীদের মাঝে বিপুল আলোড়ন তুলেছে। দেড়শ পৃষ্ঠারও বেশি আকারের সুপাঠ্য গবেষণাপত্রটি সর্বসাধারণের জন্য সাপির ওয়েবসাইটে দেয়া রয়েছে। গবেষণাপত্রটি পড়ার জন্য আপনার কপিটি ডাউনলোড করতে পারেন এই লিংক থেকে: https://southasianpolicyinitiative.org/al_report/।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *