সিডনিতে বাংলাদেশী ১০ বছরের শিশুর লিফটে আটকে মৃত্যু

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ১লা নভেম্বর ২০২৩ রোজ বুধবার স্কুলের লিফটে আটকে পড়ে  দশ বছরের বাংলাদেশী কোমলমনা ছাত্র। Wahroonga তে অবস্থিত প্রতিবন্ধী শিশুদের জন্য স্থাপিত সেন্ট লুসি স্কুল লিফটে আটকে পড়ে আপার নর্থ সোরের এ স্কুলে।

নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে, একটি শিশু লিফটে আটকে পড়ার খবরের সাথে সাথে  ওয়াহরুঙ্গার সেন্ট লুসি স্কুলে জরুরি পরিষেবাগুলিকে ডাকা হয়েছিল। কুরিং-গাই পুলিশ এরিয়া কমান্ডের সাথে যুক্ত অফিসাররা লিফটের নিচে আটকে পড়া শিশুটিকে উদ্ধার করতে গিয়েছিলেন। ফায়ার অ্যান্ড রেসকিউ এনএসডব্লিউ ছেলেটিকে বের করে নিয়ে যাবার চেষ্টা করেছিল, কিন্তু দুঃখজনকভাবে সে ঘটনাস্থলেই মারা যায়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

উক্ত ক্যাথলিক ডোমিনিকান স্কুলটি কিন্ডারগার্টেন থেকে ১২ বছর পর্যন্ত প্রায় ২৩০ জন শিক্ষার্থীর জন্য সেবা করে। স্কুল এক বিবৃতিতে বলেছে: “আজ বিকেলে আমাদের এক ছাত্রের মর্মান্তিক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করার জন্য সেন্ট লুসি স্কুল খুবই দুঃখিত। আমরা তদন্তকারী পুলিশকে সহযোগিতা করছি এবং আজ আর কোনো বিবৃতি দিতে পারছি না।”

স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, “আমরা এই কঠিন সময়ে আমাদের সহ -কর্মীদের এবং পরিবারের জন্য শোক প্রকাশ করার জন্য প্রাইভেসি এবং ফ্রি স্পেস চাই, আমরা আমাদের সুন্দর ছাত্রকে সব সময় স্মরণ করি  ।”

“পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিদ্যালয়টি শিক্ষার্থীদের জন্য বন্ধ থাকবে” বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

এ ধরনের একটি মর্মান্তিক ঘটনায় অস্ট্রেলিয়া প্রবাসী সমগ্র বাংলাদেশী মহলে শোকের ছায়া নেমে এসেছে। সুপ্রভাত সিডনি জান্নাতি ছেলের বাবা -মায়ের প্রতি জানাচ্ছে  অসীম সমবেদনা। আল্লাহ্পাক এ সংকটময় অবস্থাতে অসহায় পরিবারটিকে ধৈর্য্য ধরার তৌফিক দান করুন (আমিন) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *