সুপ্রভাত সিডনি রিপোর্ট : সিডনির ব্যস্ত এলাকা বেঙ্কসটাউনের এক ক্যাফেতে বাংলাদেশী এক ভদ্র মহিলা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। পি-প্লেটধারি এ গাড়ি আকস্মিক নর্থ টেরেসের ওই ক্যাফেতে ঢুকে পড়লে একাধিক লোক আহত হয়। ৪৫ বছর বয়সী চালক আহত হননি। গত ৪ নভে: ২০২৩ শনিবার আনুমানিক সকাল ১১:৩০ মি: সিসিটিভি ভিডিওতে দেখা গেছে একটি লাল পি-প্লেট
সুপ্রভাত সিডনি রিপোর্ট : সিডনির ব্যস্ত এলাকা বেঙ্কসটাউনের এক ক্যাফেতে বাংলাদেশী এক ভদ্র মহিলা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। পি-প্লেটধারি এ গাড়ি আকস্মিক নর্থ টেরেসের ওই ক্যাফেতে ঢুকে পড়লে একাধিক লোক আহত হয়। ৪৫ বছর বয়সী চালক আহত হননি।
গত ৪ নভে: ২০২৩ শনিবার আনুমানিক সকাল ১১:৩০ মি: সিসিটিভি ভিডিওতে দেখা গেছে একটি লাল পি-প্লেট হোন্ডা অ্যাকর্ড ক্যাফের সরাসরি তিনজন খাবাররত টেবিলে আঘাত করছে ৷ এনএসডব্লিউ অ্যাম্বুলেন্সের একজন মুখপাত্র বলেছেন, ভয়াবহ দুর্ঘটনায় ছয়জন আহত হয়েছেন।দু’জনকে ব্যাঙ্কসটাউন হাসপাতালে এবং একজনকে লিভারপুল হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মহিলা চালক এবং অন্য একজন ভিকটিমকে ঘটনাস্থলে প্যারামেডিকরা প্রাথমিক সেবা দিয়ে ছেড়ে দিয়েছে।
এনএসডব্লিউ অ্যাম্বুলেন্সের প্যারামেডিকরা স্থিতিশীল অবস্থায় সবাইকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে বিভিন্ন বয়সী যথাক্রমে ৫৩, ২৯ এবং ২৪ বছর বয়সী তিনজন মহিলা এবং একজন ৫৬ বছর বয়সী পুরুষ – চারজনকে প্রাথমিক চিকিৎসা করেছিলেন। গাড়ির চালক একটি কালো ছায়াযুক্ত বাধা ভেদ করে ক্যাফের সামনের প্রবেশপথ দিয়ে ঢুকে পড়েন। দুর্ঘটনার ভয়ঙ্কর সিসিটিভি ভিশনে, চেয়ার এবং টেবিলগুলি সর্বত্র উড়তে দেখা যায় এবং আসবাবপত্রের ধ্বংসাবশেষ সমস্ত মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়তে দেখা যায়।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *