728 x 90

বাংলাদেশী সিনিয়র সিটিজেনের (BSCA) পিকনিক ২০২৩ সম্পন্ন

  সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ২৯ অক্টবর ২০২৩ রোজ রবিবার সিডনির ক্রেস পার্কে এক মনোমুগ্ধকর পরিবেশে সফল পিকনিক উদযাপিত হয় বাংলাদেশী সিনিয়র সিটিজেনের (BSCA) উদ্দেগে। ভোর ৫টায় সিনিয়র সিটিজেনের একজন একনিষ্ঠ সংগঠক মোস্তাফিজুর রহমান তুষার স্পটে যেয়ে জায়গা নিশ্চিত করেন। সকাল ১১ টা থেকে দূর দূরান্ত থেকে সদস্য ও গেস্টরা আসতে থাকেন। জোহরের নামাজের

 

সুপ্রভাত সিডনি রিপোর্ট : গত ২৯ অক্টবর ২০২৩ রোজ রবিবার সিডনির ক্রেস পার্কে এক মনোমুগ্ধকর পরিবেশে সফল পিকনিক উদযাপিত হয় বাংলাদেশী সিনিয়র সিটিজেনের (BSCA) উদ্দেগে। ভোর ৫টায় সিনিয়র সিটিজেনের একজন একনিষ্ঠ সংগঠক মোস্তাফিজুর রহমান তুষার স্পটে যেয়ে জায়গা নিশ্চিত করেন। সকাল ১১ টা থেকে দূর দূরান্ত থেকে সদস্য ও গেস্টরা আসতে থাকেন। জোহরের নামাজের পর পর শুরু হয় সংক্ষিপ্ত আলোচনা। পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন নাশওয়ান রাব্বি ,অনুষ্ঠানটিকে  দুটি পর্বে ভাগ করা হয়েছিল।

প্রথম পর্বে ছিল সংক্ষিপ্ত আলোচনা, এতে বক্তব্য রাখেন বাংলাদেশ এসোসিয়েশন অফ নিউ সাউথ ওয়েলসের  সভাপতি ও বাংলাদেশী সিনিয়র সিটিজেনের (BSCA) সম্মানিত  নেতা মাহবুব ইসলাম চৌধুরী শরীফ, এরপর জীবন্ত কিংবদন্তি, বাংলাদেশের আইকনিক নাম আপেল মাহমুদ, বাংলাদেশী সিনিয়র সিটিজেনের (BSCA) নেতা হোসেন আরজু ও মনজুরুল আলম বুলু।

ইঙ্গেলবার্ন রেইন্ এন্ড হর্ন রিয়েল ইষ্টেট কর্ণধার আবু রাতুল, ফ্যামিলি নিডসের কাইয়ুম খান এবং আলমগীর ইসলাম বাবুকে  (স্পনসর) ধন্যবাদ জ্ঞাপন করেন  অনুষ্ঠানের সঞ্চালক আব্দুল্লাহ ইউসুফ শামীম। সেচ্ছাসেবক হিসেবে দায়িত্বে ছিলেন তুষার,সেলিম,সোহেল রানা ,নাসির আহমেদ। পুরো পিকনিকের আহবায়ক ছিলেন মনজুরুল আলম বুলু এবং সহযোগী ছিলেন মো: আবুল বাসার ভূঁইয়া (কৃষিবিদ), হোসেন আরজু ও মনোয়ার মৃধা মুন্না।

ছবি বা ক্যামেরায় ছিলেন আবুল বাসার,ভিডিওতে ছিলেন সোহেল রানা। সংগঠনের ডোনেশন ও ফিলিস্তিনের জন্য বিশেষ সাহায্য সংগ্রহ করেন রানা শরীফ। বিশেষ জ্ঞান বা কুইজের বিচারক ছিলেন ডাক্তার মোহাম্মদ ইলিয়াস ও মনোয়ার মৃধা মুন্না।

 

দ্বিতীয় পর্বের বিভিন্ন ইভেন্টের সফল পরিচালক ড.ফজলে রাব্বি ও Nabiha Rabbi -Nazifa Rabbi. গেলো বছরে অত্যান্ত সফল  ইভেন্টের আয়োজন ও চমৎকার পুরুস্কারের ব্যবস্থা সকলের দৃষ্টি আকর্ষণ করে এ পরিবারটি। সংগঠনের পক্ষ থেকে ড.ফজলে রাব্বি ও উনার পরিবারকে অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

মহিলাদের জন্য ছিল বালিশ খেলা ও পানিতে পয়সা ছোড়া। বাচ্চাদের জন্য ছিল পবিত্র কোরআন প্রতিযোগিতা, দৌড়  এবং বল নিক্ষেপ। প্রতিটি ইভেন্ট যথাযথ ব্যবস্থাপনায় অত্যান্ত সিদ্ধহস্তে পরিচালনা করেন সংগঠনের সক্রিয় সদস্য ডক্টর ফজলে রাব্বি ও নাবিহা রাব্বি। প্রতিটি উপহার সুন্দর করে প্যাকেট এবং বয়স অনুযায়ী তার পছন্দের বস্তুটি তুলে দিলে সকলেই খুব খুশি মনে গ্রহণ করেন। আগত সকলের মুখে সমগ্র অনুষ্ঠানের ভূয়সী প্রশংসা শুনা যায়, অনেককে  বলতে শুনা গেছে -“কোনো কিছুর কমতি ছিলনা”। নয়নাভিরাম পরিবেশে দিনব্যপী এধরনের একটি রুচিশীল বনভোজনের আয়োজন সকলকে মুগ্ধ করেছে বলে অনেককে বলতে শোনা গেছে।

 

বিভিন্ন ইভেন্টে অস্ট্রেলিয়ায় জন্ম নেয়া বাংলাদেশী ছেলে মেয়েদের স্বতঃফুর্তভাবে অংশ গ্রহণ ছিল লক্ষণীয়। অংশগ্রহণকারীদের মাঝে উল্লেখযোগ্য Ayman,Safrin,Nashwan,Saadat,Bushra,Tahsin,Shahida Hsan,Sumaiya Nur,Lucky & Aayat Yousuf.

 

বিজয়ীদের মাঝে এক এক করে পুরুস্কার তুলে দেন সিনিয়র সিটিজেনের অনারারি মেম্বার জনপ্রিয় শিল্পী আপেল মাহমুদ , বিশিষ্ঠ সমাজসেবী মোফাজ্জল হোসেন ভূঁইয়া ও মিসেস ফাতিমা আলিম। রকমারি সুস্বাধু মধ্যাহ্ন ভোজে বোরহানি তারপর মুখরোচক চমচম খাবারে অন্য মাত্রা যোগ করে। সবশেষে বাংলাদেশ, ফিলিস্তিন এবং সমগ্র বিশ্বের মুসলমানদের জন্য দো’য়া করেন সংগঠনের প্রবীণ নেতা ও বিশিষ্ট সমাজসেবী মোফাজ্জল হোসেন ভূঁইয়া।

 

 

Read More

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked with *

সর্বশেষ পোস্ট

Advertising