সুপ্রভাত সিডনির লেখক ফাইজুল ইসলামের ইন্তেকাল

সুপ্রভাত সিডনি রিপোর্ট : অস্ট্রেলিয়া বাংলাদেশ এসোসিয়েশনের সন্মানিত কোষাধ্যক্ষ ফাইজুল ইসলাম আনুমানিক ভোর ৪টায় মেলবোর্নের আলফ্রেড  হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন ( ইন্নালিল্লাহি অইন্নাইলাইহি রাজেউন)।

ফাইজুল ইসলাম অস্ট্রেলিয়া থেকে প্রকাশিত একমাত্র বাংলা পত্রিকা সুপ্রভাত সিডনির কলামিস্ট ছিলেন। অসুস্থতার জন্য শেষ  দিকে খুব একটা লেখা লেখি করতে পারতেন না।

তিনি এক বছর যাবৎ দূরারোগ্য ব্যাধি ব্লাড ক্যানসারে ভুগছিলেন। সম্প্রতি তাঁর হাড়ে ম্যারো ট্রান্সপ্ল্যান্ট হলেও কয়েকমাসের ভিতর ক্যানসার শরীরে ছড়িয়ে যায়। গত ২৬ ডিসেম্বর ২০২৩ থেকে তিনি হাসপাতালে ভর্তি ছিলেন। গত ২ জানুয়ারি ২০২৪ তিনি হাসপাতালে ইন্তেকাল করেন। আলবেনিয়ান কমিউনিটির ডান্ডিনং মসজিদে ৩ জানুয়ারি ২০২৪ বুধবার জানাজা শেষে ডান্ডিনং কমিউনিটি কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

সুপ্রভাত সিডনি পরিবারের পক্ষ থেকে জানাই গভীর সমবেদনা, আল্লাহ্পাক মরহুমকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং  মরহুমের পরিবারকে শোক সহ্য করার ক্ষমতা দান করুন (আমিন) ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *