সমাজের স্তরে স্তরে ভালোর সাথে মিশে আছে কিছু নীচ ভণ্ড
নীচতার শেষ সীমায় পৌঁছে করে নানান কান্ড,
এসব কীটপতঙ্গের জন্য ঘৃণা কানায় কানায়
জানি হিংস্র পশুর কাতারেই তাদের মানায়।
তবু তারা মানুষের চেহারায় ঘুরে বেড়ায়
মেকি সাজে নাটকের মঞ্চে সাধু সেজে দাঁড়ায়,
মানুষের পাশে সুন্দর বুলিতে, রঙীন চশমায় লাগায় চোখে ঘোর
তাদের কাছে বিবেকনীতি, সততার বাণী অবান্তর।