ঘাসফড়িংটা ডানাগুলো হারিয়েছে
আকাশে ওড়াউড়ি ভুলে গেছে
ভুলে গেছে সোনালু ফুলে নাকছাবি বানানো
হয়না আর পাহাড়ি লতা দিয়ে ক’গাছা চুড়ি জড়ানো।
ট্রেইল গোনা আর হবে না রূপসীতে
নূপুর ভেবে শিকল বেঁধেছে নিজ মতে।
আশার আলো বুকের গভীরে যতনে রাখে
নীড়ে ফেরার জন্য ভুলে পাখিরা নিত্য ডাকে।