দেশ দেশান্তরে যে নদীর নাব্যতায় ঝাঁপিয়ে পড়ি না কেন
আমি পদ্মা পদ্মা বলে নেচে উঠি
যমুনা যমুনা বলে বুকে জড়াই।
বন বনান্তরে আমি যে পাখির প্রণয়ে মাতাল হই না কেন
আমি দোয়েল দোয়েল বলে চিৎকার করি
শালিক শালিক বলে কেঁদে উঠি।
পথে প্রান্তরে আমি যে ফুলের সুষমায় সুখী হই না কেন
ডালিম গাছের মৌ বলে ডাক পাড়ি
ও পলাশ ও শিমুল গান গেয়ে যাই।
শহরে ও গ্রামে যে নারীর নমনীয়তায় রোমিও হই না কেন
আমি প্রিয়তা প্রিয়তা বলে হাহাকার করি
জানু, জানু আমার বলে গোপনে অশ্রু ফেলি।
সাথেই রাখি ফেলে আসা রৌদ্র ছায়া, পাওয়া এবং না-পাওয়া।
আমি মিলন সুখের পাশেই বাঁধি বেদনার বাসর ঘর।