নিঃসঙ্কোচে আমি আমার কথা বলি
চড়ুইভাতি দিনে বর সাজার কথা
শীতে শুকনো পাতায় আগুন লাগিয়ে
গা ঘেঁষাঘেঁষি করে, কালিঝুলি মেখে
শরীর গরম করার কথাও বলি।
মাটি ফাটানো শব্দে যুদ্ধ বিমান হতে
বোমায় নিরাপরাধ বসতি উজাড়
শিশ্ন পরীক্ষায় পুরুষের বাঁচা-মরা
নির্ধিদ্বায় নারীদের সম্ভ্রম হরণ–
এসব আজকের কবির দিব্যি জানা!
শাক দিয়ে মাছ ঢাকার কথাও বুঝি
এরা কোন জাতের যোদ্ধা এটাও খুঁজি!
আর যা-ই হউক লেজ টানলে মাথা-
এসে যায়। তারপর তো বিজয়গাঁথা!