কতদিন শুনি না অমরাবতীর কন্ঠ
শুনি না ভোরের পাখির কলতান
অভিশপ্ত জীবন বলে বোধহয় এটাকে!
সূর্যের সাথে কথা হয় না
ভোরের শিশিরের প্রতি নেই কোনো টান!
চোখে শুধু অতীতের স্মৃতি-
ভালো থাকা এটাকে বলে না।
সুখের সাম্পানে উঠতে বড্ড ইচ্ছে হয়
কেউ বলে না একবার এসে বসো।