গ্রামে এক ঝোঁপ ছিল,
পাশে এক পুকুর ছিল,
পুকুরে মাছ ছিল,
পানকৌড়ি ছিল, হাঁস ছিল,
পুকুরে ঘাটলা ছিল,
তাতে নির্মল পানি ছিল,
ফুটন্ত শাপলা ছিল,
পুকুর ধাঁরে চলার পথ ছিল।
পুকুর ধারে বড় বড় গাছ ছিল,
স্বচ্ছ জলে তার প্রতিচ্ছবি ছিল,
গাছে কতো পাখি ছিল,
ডালে-ডালে তাদের বাসা ছিল,
পাখিদের কোলাহল ছিল,
গাছের নির্মল ছায়া ছিল,
গাছের ছায়ায় মন প্রশান্ত হতো
দিনগুলোতে শান্তি ছিল।