বঙ্গ জননী: সারমিন চৌধুরী

মায়ের ভাষায় গল্পকথা বলতে বলতে

নিঃশ্বাস যেনও হয় একেবারে বন্ধ।

রূপসী বাংলার স্নিগ্ধ রূপ না দেখলে

আমার দুটি চোখ যেনও হয় অন্ধ।

ঘাসের বুকে শিশির মুক্ত ঝলমল করে

ভাই-বোনের অটুট বন্ধনে চির শান্তি।

মায়ের আঁচলতলে গুটিশুটি মেরে শুয়ে

ভুলি সারাদিনের খাটুনি খাটা ক্লান্তি।

সূর্যের কিরণে দুচোখে নতুন স্বপ্ন আসে

গর্বে ভরে গেয়ে উঠি সোনার বাংলা।

ভালোবাসার পরশ নিয়ে আসে হাওয়া

লাখো মানুষের রক্তে স্বদেশ সুজলা।

চাইনা যেতে পরবাসে ছেড়েই মাতৃভূমি

এখানে নিহিত প্রাণের অমূল্য খনি।

নদীর জলে ধুয়েমুছে সব মনের যাতনা

প্রাণ খুলে ডাকি ওগো বঙ্গ-জননী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *