ছিল এক ডাক্তার ইয়া মোটা গোঁফ তার
রোগী এলে পেটটাকে ফুলিয়ে,
জ্বর ব্যথা যাই হোক ফিতাকৃমি খুব হোক
খাইয়ে দিত চিরতাকে গুলিয়ে।
ছিল বেশ নাম তার রাগে চোখ লাল তার
ধমকেই রোগ দিত উড়িয়ে,
হাঁচি- কাশি খুব হলে তুলসীর রস ঢেলে
মুখে দিত সাথে বড়ি গুঁড়িয়ে।
চুলগুলো সব সাদা পাশে রাখা বই গাদা
রোগী রেখে পড়তো সে পলকে,
দাঁত ব্যথা হলে পরে মুখটাকে চেপে ধরে
লং পুরে দিত এক ঝলকে।
ফি ছিল খুবই কম রোগী আসতো হরদম
নাওয়াখাওয়া প্রায়শই পালাতো,
রোগীদের বসা রেখে দুচোখে ক্লান্তিমেখে
হা করে নাক ডেকে ঘুমাতো।