আমি না হয় পাখি হব
মেলবো ডানা আকাশে,
যাবো উড়ে দূর গগনে
ইচ্ছে মত বাতাসে।
স্বাধীন হয়ে মুক্তভাবে
উড়বো গাছে গাছে,
মধুর সুরে গান গাইবো
রইবোনা আর পিছে।
স্বপ্ন উড়াই দেখবো ঘুরে
ফল ফলাদির বাগানে,
ভরিয়ে দিব গানে গানে
ফল্গুধারার যৌবনে।
মিষ্টি মধুর ঊষা হাসে
সেই প্রান্তে যাবো,
স্বাধ জেগেছে তাইতো আমার
উষা পাখি হবো।