সুপ্রভাত সিডনি রিপোর্ট: জালালাবাদ অ্যাসোসিয়েশন ইংক’ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১৭ মার্চ ২০২৪ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বৃহত্তর সিলেটবাসীর সাথে কাউন্সিলের বর্তমান এবং প্রাক্তন কাউন্সিলরগণ এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে ড. হুমায়ের চৌধুরী অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যক্রমের উপর আলোকপাত করেন এবং মিশন ও ভীষণ উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরেন।
সুপ্রভাত সিডনি রিপোর্ট: জালালাবাদ অ্যাসোসিয়েশন ইংক’ অস্ট্রেলিয়া অ্যাসোসিয়েশনের উদ্যোগে গত ১৭ মার্চ ২০২৪ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় বৃহত্তর সিলেটবাসীর সাথে কাউন্সিলের বর্তমান এবং প্রাক্তন কাউন্সিলরগণ এবং অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ড. হুমায়ের চৌধুরী অ্যাসোসিয়েশনের বর্তমান কার্যক্রমের উপর আলোকপাত করেন এবং মিশন ও ভীষণ উপস্থিত অতিথিদের সামনে তুলে ধরেন। অস্ট্রেলিয়ায় বিভিন্ন ধরনের সামাজিক এবং মানবিক কাজ পরিচালনা করা ছাড়াও দেশের বিভিন্ন দুর্যোগের সময় মানুষের পাশে দাঁড়িয়েছে ‘জালালাবাদ অ্যাসোসিয়েশন ইংক।
অতিথিরা একটি সুন্দর এবং সফল ইফতার মহফিল আয়োজন করায় জালালাবাদ অ্যাসোসিয়েশনকে ধন্যবাদ জানান। অ্যাসোসিয়েশনের সভাপতি এবং সাধারণ সম্পাদক ইফতার মাহফিলে উপস্থিত হওয়ায় আমন্ত্রিত অতিথিদের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়াও তারা এই অনুষ্ঠানটি সুন্দর এবং সফলভাবে সম্পন্ন করার জন্য কমিটির কর্মকর্তাবৃন্ধকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন।
Leave a Comment
Your email address will not be published. Required fields are marked with *