চাকুরী বালাই নেই
টাইমপাস শুধু খেলে,
নেই মন কাজে
বলে কুঁড়েমি ছেলে।
মাথার উপর বাবা
চিন্তা তাই কম,
কাটে সদাই ভয়ে
ঘরে আছে যম।
পোস্ট গ্রাজুয়েট করে
বেকার হয়ে বসে,
ঘুষ চাইলে কেউ
চামড়া পড়ে খসে।
টাকা নেই ঘরে
বলে ঘুষ চাই,
দুজনে স্কুলে পড়ে
তিন জনা ভাই।
প্রেমিকা হাত ছাড়া
ধরেছে সে রুই,
কাজের মধ্যে দুই
খাই আর শুই।