ভুবন মাঝে দেশটা আমাদের
রূপ বৈচিত্রে সেরা,
প্রকৃতি আজ নিধন করে
দেশটা করছে নেড়া।
পাহাড় বনে পশু পাখির
বিচরণ বেশ ছিলো,
পাহাড় কেটে পশু মেরে
মানুষ বসত নিলো।
খালে ডোবায় মাছে ছিলো
কানায় কানায় ভরা,
খাল বিল সব ভরাট হয়ে
নদী হলো মরা।
স্বদেশপ্রীতি ছিলো বেশি
সব মানুষের মনে,
দুর্নীতিতে ছেয়ে গেছে
আজকের দিন ক্ষণে।
অতীত ছিলো কতো মধুর
মানব মিলন সুরে,
স্বার্থের পাগল মানুষ আজি
মানব প্রেমে দূরে।