সবুজের সমারোহে
যেখানে বাতাস সগৌরবে বহে
তারা যেন কার কানে কানে কহে
-ঐ যে, অনন্যা দাঁড়িয়ে
উন্মুক্ত দিগন্ত পেলবতা বাড়িয়ে
যায় মৃদুস্বরে হৃদয় প্রকোষ্ঠ নাড়িয়ে
টাইমপিস হাতে যেনো মুক্তোর ঝলক
তাকিয়ে থাকি যেন তার পানে বিমুঢ় অপলক
চোখে তার আমাজনের মতো সুখের অক্সিজেন
ভ্রুতে যে ধনুক, তা সরাসরি প্রেমিক হৃদয়কে করে লেন
জোড়া ঠোঁটের বাঁকানো ভাঁজে
পশ্চিমাকাশ নিরুপম লালিমায় সাজে
হলদেটে স্কার্ফ ডেকে বলে হলদে পাখি তিনি
যার জন্য কবিমন কাব্য করুক নিশিদিন- ই-