মুক্ত আকাশ মুক্ত বাতাস
মুক্ত হাওয়ার দেশে,
ফুলপাখিরা ঘুরে বেড়ায়
হাওয়ায় ভেসে।
একটা পাখি সঙ্গীদের
বলে মিষ্টি স্বরে,
এত সুন্দর সোনার দেশ
আর দেখিনি রে।
ফুল ফল শস্যে ভরা
নদীর কলতান,
কী অপরূপ বসুন্ধরা
জুড়াই দেহপ্রাণ।
কী সুন্দর এই দেশটা
যেন স্বপ্নপূরী,
কেউ দেয় না একটু বাঁধা
ইচ্ছে মতো উড়ি।