কী যে মায়ার পরশ মাখা
আমার মায়ের হাতে,
কার তুলনা করি আমি
আমার মায়ের সাথে।
জোছনা রাতের চাঁদের আলো
তারার ঝিলিমিলি
তাদের সাথে পাই না আমি
মায়ের কোন মিলই।
সুবাসমাখা জুঁই -চামেলি
হাসেনাহেনা-টগর-বেলি
স্বর্ণচাপা-গোলাপ-গাঁদা
গন্ধ বিলায় যতো-
তাদের সুবাস নয়তো আমার
মায়ের গায়ের মতো।
ছায়ামায়ার পরশমাখা
মায়ের আঁচলখানি
আমার মা তো চাঁদ তারা আর
সকল ফুলের রানি।